দেশ ছাড়লেন মিশা সওদাগর
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনাকালে দীর্ঘ ছুটির অবসরে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্র গেলেন মিশা সওদাগর। দেশসেরা এই খল-অভিনেতা গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
খল চরিত্রে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে মিশা সওদাগর ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিগত কয়েক বছর ধরেই এই অভিনেতার সর্বাধিকসংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন সিনেমার শুটিং বন্ধ রয়েছে। এই অবসরে তিনি পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। উল্লিখিত সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন মিশা।
মিশা সওদাগর ১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন। বিশ বছর বয়সে পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এই চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তিতে তিনি নিজেকে খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ঢাকা/রাহাত সাইফুল/তারা