ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রতিশোধ নিতে রিয়া আমার নাম বলেছে: মুকেশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১২ সেপ্টেম্বর ২০২০  
প্রতিশোধ নিতে রিয়া আমার নাম বলেছে: মুকেশ

মাদক সেবন ও সংগ্রহের অপরাধে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বর্তমানে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে রয়েছেন রিয়া।

এদিকে এনসিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ২৫জন বলিউড তারকার নাম প্রকাশ করেছেন রিয়া, যারা মাদক সেবন করেন। সম্প্রতি তালিকা থেকে অভিনেত্রী সারা আলী খান, রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমন খামবাট্টা, নির্মাতা মুকেশ ছাবড়ার নাম প্রকাশ পায়।

সুশান্তের সর্বশেষ সিনেমা ‘দিল বেচারা’ পরিচালনা করেছেন মুকেশ ছাবড়া। তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন এই নির্মাতা। পাশাপাশি রিয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

মুকেশ ছাবড়া বলেন, ‘যার নাম মুখে আসছে তিনি সেটিই প্রকাশ করছেন। হয়তো মনে করছেন এতে তার উপকার হবে। কিন্তু এটা উচিত নয়। আমি কোনো মাদক সেবন করি না। এমনকি অ্যালকোহল অথবা ধূমপান করি না। অন্য কোনো মাদক সেবনের প্রশ্ন কোথা থেকে আসে?’

তিনি আরো বলেন, ‘তার পক্ষে কথা না বলায় সে আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। আমি চুপ আছি। বর্তমান পরিস্থিতিতে আমি এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। কিন্তু রিয়া আমার নাম নিয়ে আমাকে বিপদে ফেলেছে। আমার সম্মান রক্ষা করতে হবে।’

রিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমরা অবশ্যই রিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কীভাবে আগালে সবচেয়ে ভালো হবে সেটিই ভাবছি। তবে তার দিকে মনোযোগ আকর্ষণের জন্য নাম প্রকাশ না করার জন্য আমি রিয়াকে পরামর্শ দিব। এই বিষয়ে আমার নাম টেনে আনা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়