ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কঙ্গনাকে প্রকাশ রাজের খোঁচা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২০
কঙ্গনাকে প্রকাশ রাজের খোঁচা

নিজেকে রানি লক্ষ্মী বাঈয়ের সঙ্গে তুলনা করায় অভিনেত্রী কঙ্গনা রাণৌতকে খোঁচা মারলেন অভিনেতা প্রকাশ রাজ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি মিম পোস্ট করেছেন তিনি। এতে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমায় রানি লক্ষ্মী বাঈ রূপে কঙ্গনার লুক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন সিনেমায় শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশান, অজয় দেবগন ও বিবেক ওবেরয়ের লুকও রয়েছে।’ এতে লেখা, ‘যদি একটি সিনেমা কঙ্গনাকে রানি লক্ষী বাঈ বানিয়ে দেয় তাহলে দীপিকা পাড়ুকোন পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোকা, অজয় ভগত সিং, আমির খান মঙ্গল পান্ডে, বিবেক ওবেরয় মোদিজি।’ 

এর আগে এক টুইটে কঙ্গনা লেখেন, ‘আমি রানি লক্ষ্মী বাঈয়ের সহস, গৌরব ও আত্মত্যাগ নিয়ে বেঁচে আছি। দুঃখের বিষয় আমাকে আমার মহারাষ্ট্রে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব।’

সম্প্রতি কঙ্গনার প্রযোজনা প্রতিষ্ঠানের অবৈধ্য অংশ ভাঙার কাজ শুরু করে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। যদিও আদালতের রায়ে পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। কঙ্গনার দাবি, শিবসেনার সঙ্গে তার দ্বন্দের জেরেই মহারাষ্ট্র সরকার তার অফিস ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে নেটিজেনরা কেউ কেউ প্রকাশ রাজের পোস্টের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘কঙ্গনা তার সম্পত্তি, তার কষ্টের টাকায় তৈরি বাড়ি হারিয়েছে। একটি সিনেমার চরিত্রের সঙ্গে তাকে তুলনা করা আপনার জন্য সহজ। যদি কেউ আপনার ঘর ভাঙত কি করতেন?’

অপর একজন লিখেছেন, ‘স্যার, ব্যক্তিগতভাবে আমি আপনাকে একজন খাঁটি মানুষ হিসেবে জানি। কিন্তু এই ব্যাপারে আপনার সঙ্গে একমত নই। সে তার সম্পদ, অফিস হারিয়েছে। এই মহামারির সময় কতজন কাজ হারিয়েছে একবার চিন্তা করুন।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়