ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

টাইগারের সর্বোচ্চ পারিশ্রমিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০১:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২০
টাইগারের সর্বোচ্চ পারিশ্রমিক

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার পরবর্তী সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

নাম ঠিক না হওয়া এই সিনেমার গল্প স্পোর্টস-ড্রামা ঘরানার। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি এবং পরিচালনায় থাকছেন বিকাশ বেহল। 

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘জ্যাকি শুরু থেকেই টাইগারকে নিয়ে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। পরবর্তী সময়ে এই অভিনেতাকে প্রস্তাব দিলে তিনি রাজি হন। কিন্তু সিনেমাটির জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার যে কোনো সিনেমার চেয়ে এটি সর্বোচ্চ। অ্যাকশন ভরপুর এই সিনেমা দুই পর্বে মুক্তি দেওয়া হবে।’ 

সূত্রটি আরো বলেন, ‘এটি বক্সিং ও মিক্সড মার্শাল আর্টে ভরপুর, যেটিতে টাইগার খুবই দক্ষ। ধুন্ধুমার অ্যাকশনে ভরা এই সিনেমায় টাইগার একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন। বাবা ও ছেলের গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি।’

যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠিক ঘোষণা দেওয়া হয়নি। তবে জানা গেছে, টাইগার ইতোমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এছাড়া ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন টাইগার। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ খান। ‘হিরোপান্তি টু’ সিনেমায় টাইগারের বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়