ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্ষোভ ঝাড়লেন জয়া, কঙ্গনার পাল্টা প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২০
ক্ষোভ ঝাড়লেন জয়া, কঙ্গনার পাল্টা প্রশ্ন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি বেরিয়ে আসছে। এই অভিনেতার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সম্প্রতি এই মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে হইচই শুরু হয়।

বলিউডে মাদকের ব্যবহার নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একাধিকবার কথা বলেছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এছাড়া সম্প্রতি ভারতের লোকসভায় সিনেমা জগতের তারকাদের মাদক সেবন নিয়ে বক্তব্য দেন অভিনেতা ও সাংসদ রবি কৃষাণ। পরবর্তী সময়ে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ ঝাড়েন বর্ষীয়ান অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।

রবি কৃষাণকে উদ্দেশ্য করে লোকসভায় তার বক্তব্যে জয়া বচ্চন বলেন, ‘কয়েকজন মানুষের জন্য আপনি পুরো ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করতে পারেন না। আমি খুবই লজ্জিত কারণ গতকাল আমাদের লোকসভার সদস্য ও রুপালি জগতের একজন সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলেছেন। যে থালাতে খাচ্ছেন,সেটিতেই ছিদ্র করছেন?’

আরো পড়ুন:

লোকসভায় জয়া বচ্চনের এই বক্তব্যের পর অনেক অভিনয়শিল্পী তাকে সমর্থন করে ভূয়সী প্রশংসা করেন। তবে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা। এক টুইটে তিনি লিখেছেন, ’জয়াজি যদি আমার জায়গায় আপনার মেয়ে শ্বেতা থাকত, তাকে কেউ মারত, জোর করে মাদকাসক্ত করত এবং কিশোরী অবস্থাতে কেউ যৌন নির্যাতন করত, আপনি কি একই কথা বলতেন? যদি অভিষেক সবসময় বিদ্রূপ ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ জানাত এবং একদিন দেখতেন ওর ঝুলন্ত দেহ পাওয়া গেছে। আপনি কি এই কথাই বলতেন? আমাদের প্রতি একটু দয়া দেখান।’

এর আগে রবি কৃষাণ লোকসভায় তার বক্তব্যে বলেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রিতেও মাদকের ব্যবহার হয়। কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ ভালো কাজ করছেন। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, দ্রুত কঠোর পদক্ষেপ নিন। তাদের উপযুক্ত শাস্তি দিন এবং প্রতিবেশী দেশের ষড়যন্ত্র শেষ করুন।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়