ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

মহেশের সিনেমায় বিদ্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০১:৪০, ২০ সেপ্টেম্বর ২০২০
মহেশের সিনেমায় বিদ্যা

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

টলিউড ডটনেট জানিয়েছে, নির্মাতারা সিনেমার বিষয়ে বিদ্যার সঙ্গে যোগাযোগ করেছেন। এই অভিনেত্রীও এতে রাজি হয়েছেন। সিনেমাটিতে তার চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ। এতে মহেশের বোনের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। যদিও এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

তবে বিদ্যার তেলেগু সিনেমায় অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ভারতের বরেণ্য অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালক নান্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বালাকৃষ্ণা।
‘সরকারু বারি পাতা’ পরিচালনা করছেন পরশুরাম। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা। যুক্তরাষ্ট্রে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হবে।

বিদ্যা ছাড়াও অভিনেতা অনিল কাপুরকেও সিনেমাটিতে দেখা যেতে পারে। এই অভিনেতাকে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সিনেমাটিতে মহেশের বিপরীতে থাকছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়