ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নতুন নায়ক নিয়ে দীপিকার যাত্রা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২১ সেপ্টেম্বর ২০২০  
নতুন নায়ক নিয়ে দীপিকার যাত্রা

ধৈর্য করওয়া, দীপিকা পাড়ুকোন

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সবরকম চেষ্টা-ই করে থাকেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাপাক’।

এতে এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী। সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর প্রশংসা কুড়ালেও মুক্তির পর সাড়া ফেলতে পারেনি দীপিকার এ সিনেমা।

এবার নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন। গত বছর থেকেই এ সিনেমা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কিন্তু করোনা প্রকোপের কারণে সব কাজ থেমে ছিল। এবার জানা গেল—সিনেমাটিতে দীপিকার বিপরীতে অভিনয় করবেন এক নতুন মুখ। এ নায়কের নাম ধৈর্য করওয়া। এ সিনেমার শুটিং শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভারতের গোয়ায় এর দৃশ্যধারনের কাজ খুব শিগগির শুরু হবে।

মডেল-অভিনেতা ধৈর্য ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় অভিনয় করেছেন। কবীর খানের ‘এইটিথ্রি’ সিনেমায় তাকে রবি শাস্ত্রীর চরিত্রে দেখা যায়। দীপিকার বিপরীতে এ সিনেমায় কাজের সুযোগ পাওয়া তার কাছে নিঃসন্দেহে বড় ব্যাপার।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়