ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব‌্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব‌্য

অভিনেতা সু্শান্ত সিং রাজপুতের মৃত‌্যু মামলায় মাদকের সংশ্লিষ্টতা তদন্ত করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব‌্যুরো (এনসিবি)। এই ঘটনায় একের পর এক চাঞ্চল‌্যকর তথ‌্য বেরিয়ে আসছে।

মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকে এতে বেশ কয়েকজন বলিউড তারকার নাম জড়িয়েছে। সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেত্রী দিয়া মির্জার নামও নাকি এনসিবির তালিকায় রয়েছে। খুব শিগগির তাকে তলব করা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে মাদক সেবনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিয়া। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ধারাবাহিকভাবে তিনটি টুইট করেছেন এই অভিনেত্রী। প্রথমটিতে লিখেছেন, ‘আমি তীব্রভাবে এর প্রতিবাদ করছি এবং স্পষ্টভাবে অস্বীকার করছি যে, এই ধরনের খবর মিথ‌্যা, ভিত্তিহীন ও উদ্দেশ‌্য প্রণোদিত।’

আরো পড়ুন:

পরের টুইটে দিয়া লিখেছেন, ‘এই ধরনের প্রতিবেদন দীর্ঘদিন ধরে কষ্ট করে গড়ে তোলা আমার ক‌্যারিয়ারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।’

এ বিষয়ে তার সর্বশেষ টুইটে ‘রেহনা হ‌্যায় তেরে দিল ম‌্যায়’ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জীবনে কখনো কোনো মাদক অথবা নিষিদ্ধ দ্রব‌্য সেবন ও সংগ্রহ করিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ভারতীয় নাগারিক হিসেবে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করব। আমার পাশে থাকার জন‌্য ভক্তদের ধন‌্যবাদ।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়