ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চুমু খেতেও ভয় পাচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২০
চুমু খেতেও ভয় পাচ্ছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর পর থেকেই প্যানভেলে অবস্থিত তার ফার্মহাউসে ছিলেন। এই অভিনেতা জানিয়েছেন, করোনার এই সময়ে তিনি ভীষণ আতঙ্কিত। এমনকি চুমু খেতেও ভয় পাচ্ছেন।

কয়েকদিন পরেই শুরু হবে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের পরবর্তী আসর। এ উপলক্ষে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সালমান। এই সময় তিনি বলেন, ‘আমি শুটিংয়ে যেতে ভয় পাচ্ছি। যদিও সবাই অনেক সতর্ক থাকছেন। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্লাভস পরছেন। কিন্তু যারা মাইক সেট করছেন, এতটাই কাছে আসছেন মনে হচ্ছে যে কোনো সময় চুমু খেয়ে বসবে। আমি ইদানীং সর্দি, কাশি এমনকি চুমু খেতেও ভয় পাচ্ছি।’

শুটিংয়ে যেতে আতঙ্কের কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা বলেন, ‘বাড়িতে ছোট শিশু আছে, আমার ভাগ্নি আয়াত। এছাড়া আমার মা-বাবা ও হেলেন আন্টিও আছেন। পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে অনেকেই বয়স্ক। যদি আমরা আক্রন্ত হই হয়তো কোনোভাবে কাটিয়ে উঠতে পারব, কিন্তু মা-বাবা ও বাচ্চাদের নিয়ে ভয় পাচ্ছি। নিজের মানুষদের নিয়ে যতটা ভয় পাচ্ছি, নিজেকে নিয়ে ততটা পাই না। যদি বাইরে থেকে এসে মাকে জড়িয়ে ধরি। পরবর্তী সময়ে তার মধ্যে ভাইরাস ছড়িয়ে যায়! এটি ভয়ের কারণ। আমার বিশ্বাস তারা সেরে উঠবেন। কিন্তু ১৫ দিন তাদের যে ভোগান্তি হবে, এটিতেই ভয়। যে শত্রুকে দেখা যায় না, তার সঙ্গে লড়াই করা যায় না। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে গেছে।’

আরো পড়ুন:

আগামী ৩ অক্টোবর থেকে ভারতীয় টিভি চ্যানেল কালার্স-এ ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শোয়ের সম্প্রচার শুরু হবে। এতে অংশ নেবেন, ভারতীয় টিভি অভিনেত্রী জেসমিন বাসিন, গায়ক রাহুল বৈদ্য, অভিনেত্রী কবিতা কৌশিক, টিনা দত্ত, ন্যায়না সিং, জিয়া মানেক, অভিনেতা এজাজ খান, অভিনেত্রী স্নেহা উলাল, ইউটিউবার ক্যারিমিনাতি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়