ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদ: দীপিকা-শ্রদ্ধা-সারা যা বললেন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২০  
মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদ: দীপিকা-শ্রদ্ধা-সারা যা বললেন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। পাশাপাশি মাদক কাণ্ডে জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের নাম।

সম্প্রতি মাদক নিয়ে ইন্টারনেটে দীপিকা ও তার ম্যানেজার কারিশমা প্রকাশের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়। এরপরই এই অভিনেত্রীকে ডেকে পাঠায় এনসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এনসিবি কার্যালয়ে হাজির হন দীপিকা। হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের কথা স্বীকার করলেও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। কিন্তু তার উত্তর সন্তুষ্ট হতে পারেননি এনসিবি কর্মকর্তারা।

অন্যদিকে সারা আলী ও শ্রদ্ধা কাপুরও শনিবার এনসিবি কার্যালয়ে হাজির হন। সুশান্তের সঙ্গে ‘ছিছোড়ে’ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা। তিনি জানান, তিনি সুশান্তের পার্টিতে গিয়েছিলেন কিন্তু মাদক সেবন করেননি।

সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’। এতে সুশান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এনসিবি’র জিজ্ঞাসাবাদে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে ভ্রমণ, এই অভিনেতার পার্টিতে হাজির হওয়ার বিষয় স্বীকার করেছেন সারা। তবে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাকুলকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক নিয়ে আলাপ করেছেন তিনি। জিজ্ঞাসাবাদে, মাদক নিয়ে রিয়ার সঙ্গে আলাপচারিতার বিষয়টি স্বীকার করেছেন রাকুল। তবে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়