শাহরুখের সংগ্রামের কথা শোনালেন গৌরী
বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বিশ্বজুড়ে তার খ্যাতি।
কিন্তু ক্যারিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করেছেন শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতার সংগ্রামের কথা জানিয়েছেন তার স্ত্রী গৌরী খান।
শাহরুখের টিভি অভিনেতা থেকে সুপারস্টার হয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে তার সিনেমা মুক্তির পরও বিষয়টি বুঝতে পারিনি। এমনকি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পরও নয়। তার সফল হওয়ার বিষয়টি বুঝতে দীর্ঘ সময় লেগেছে।’
গৌরী আরো বলেন, ‘এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় ও ধীর গতিতে হয়েছে। এমন নয় যে একদিন সকালে উঠলাম এবং তাকে এই অবস্থায় দেখলাম। এটা তেমন ছিল না। সে সংগ্রাম করেছে। আমাদের অনেক চড়াই-উৎড়াই পার করতে হয়েছে। সে নিজের প্রতিভা ও দক্ষতা বাড়িয়ে তা সঠিকভাবে কাজে লাগিয়েছে। তার পরিশ্রমের ফল এখন আমরা উপভোগ করছি।’
১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। বিয়ের পরও প্রায় ছয় বছর পর্যন্ত সংগ্রাম করেছেন শাহরুখ। ১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ। অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে। ২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম হয়। ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই তারকা দম্পতি।
করোনা মহামারির এই সময়ে সন্তানরা কীভাবে সময় কাটাচ্ছেন জানতে চাওয়া হলে গৌরী বলেন, ‘সুহানা তার অনলাইন স্কুল নিয়ে ব্যস্ত। আরিয়ান কলেজ শেষ করে এখন সিনেমা দেখে ও ভিডিও গেম খেলে অবসর কাটাচ্ছে। অন্যদিকে, আব্রাম স্কুলে যাচ্ছে। শুরুতে কষ্ট হলেও ধীরে ধীরে তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে।’
ঢাকা/মারুফ