ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শাহরুখকে মেরে খেসারত দিয়েছিলেন গুলশান গ্রোভার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২০
শাহরুখকে মেরে খেসারত দিয়েছিলেন গুলশান গ্রোভার

‘ব্যাড ম্যান’ হিসেবে পরিচিত বলিউড অভিনেতা গুলশান গ্রোভার। পর্দায় খল চরিত্রে অভিনয় করে এই তকমা পেয়েছেন তিনি। কিন্তু নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য বাস্তব জীবনে খেসারতও দিতে হয়েছে তাকে।

একটি নাচের রিয়েলিটি শোয়ে হাজির হয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন গুলশান গ্রোভার। সিনেমায় শাহরুখকে মারায় তার মরক্কোর ভিসা বাতিল হয়েছিল।

এই অভিনেতা জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো গিয়েছিলেন ‍তিনি। পরবর্তী সময়ে বাড়তি কিছু দিন থাকার জন্য ভিসার আবেদন করেন। কিন্তু সেখানে দায়িত্বে থাকা নারী তাকে ভিসা দিতে আপত্তি জানান। পরে জানা যায়, এই নারী গুলশান গ্রোভারকে পছন্দ করেন না। কারণ গ্রোভার শাহরুখকে মেরেছিলেন।

আরো পড়ুন:

পরবর্তী সময়ে গুলশান গ্রোভার ওই নারীকে বুঝিয়েছেন, সিনেমার প্রয়োজনেই শাহরুখকে মেরেছিলেন তিনি। বাস্তবে তারা খুব ভালো বন্ধু।

‘ডুপ্লিকেট’, ‘ইয়েস বস’, ‘রাম জানে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও গুলশান গ্রোভার। সবগুলোতেই নায়ক শাহরুখ ও খল নায়ক ছিলেন গ্রোভার।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়