ঝুঁকি নিয়েই ইতালি গেলেন প্রভাস
‘ইয়ং রেবেল’খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। করোনা মহামারির এই সময়ে ঝুঁকি নিয়েই ইতালি গেলেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে প্রভাসকে। এই সময় ঢিলেঢালা হুডি ও কালো প্যান্ট পরা অবস্থায় ছিলেন তিনি। এছাড়া মুখে মাস্ক পরে ছিলেন এই অভিনেতা। জানা যায়, তার পরবর্তী ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিংয়ের জন্য ইতালি গেছেন প্রভাস।
১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার গল্প। গত মার্চে ভারতে লকডাউন শুরুর আগে জর্জিয়ার এর শুটিং করে সিনেমার টিম। এরপর করোনা মহামারির কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। ইতালিতে সিনেমাটির শুটিং শেষ করবেন নির্মাতারা। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
‘রাধে শ্যাম’ ছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে প্রভাস। এতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
ঢাকা/মারুফ