ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তের মৃত্যু রহস্য জানালো এআইআইএমএস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩ অক্টোবর ২০২০   আপডেট: ০৪:০৩, ৪ অক্টোবর ২০২০
সুশান্তের মৃত্যু রহস্য জানালো এআইআইএমএস

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য খোলাসা করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস)।

এই অভিনেতাকে হত্যার বিষয়টি উড়িয়ে দিয়েছে তারা। সম্প্রতি ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) বিষয়টি জানিয়েছে এআইআইএমএস। চূড়ান্ত মেডিকো-লিগ্যাল মন্তব্যে একদল চিকিৎসক জানিয়েছে এটি আত্মহত্যা। পাশাপাশি বিষয়টি এখানেই ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর এআইআইএমএস এই দল সিবিআই-এর কাছে মামলার প্রতিবেদনে জমা দেয়। এই পুনর্মূল্যায়নকারী দলের প্রধান ডা. সুধীর গুপ্তা।

আরো পড়ুন:

গত ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে সুশান্তের লাশ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ হলেও এই অভিনেতার পরিবার ও ভক্তরা এর পেছনে অন্য কারণ রয়েছে বলে দাবি করেন। শুরুতে মুম্বাই পুলিশ এর তদন্ত শুরু করে। সুশান্তের পরিবার মামলা দায়ের করলে বিহার পুলিশও বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। পরবর্তী সময়ে এই মামলার ভার নেয় সিবিআই। এই অভিনেতার পোস্ট-মর্টেম রিপোর্ট ও ২০ শতাংশ ভিসেরা নিয়ে পুনর্মূল্যায়নের দায়িত্ব পায় এআইআইএমএস-এর একটি দল। 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়