ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

‘ভাবের গান, আত্মার গান, প্রিয় মানুষকে খোঁজার গান’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৫ অক্টোবর ২০২০  

আলোচিত সংগীতশিল্পী সাব্বির নাসির। এরই মধ্যে ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’সহ বেশ ক’টি গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি।

এবার ‘তুমি দমে দম’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। গানটি রচনা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। মিউজিক কম্পোজ করেছেন জাহিদ নীরব।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। বান্দরবান শহরের বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সাব্বির নাসিরের পাশাপাশি এতে মডেল হিসেবে কাজ করেছেন ইভান ও বন্নি। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

আরো পড়ুন:

ওমর ফারুক বিশাল বলেন, আমার কথা-সুরকে দারুণভাবে কণ্ঠে তুলেছেন সাব্বির ভাই। অসাধারণ গেয়েছেন তিনি, শ্রোতারা গানটি শুনলেই তা বুঝতে পারবেন। এটা ভাবের গান, আত্মার গান, প্রিয় মানুষকে খোঁজার গান।

সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, এর আগে বিশালের লেখা ‘আমারে দিয়া দিলাম তোমারে’ শিরোনামের গানটি গেয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এবার এলো বিশালের ‘তুমি দমে দম’। নীরব খুব সুন্দর সংগীতায়োজন করেছেন। চেষ্টা করেছি গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।

সাব্বির নাসিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়