ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জামিন পেলেন রিয়া চক্রবর্তী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:০৪, ৭ অক্টোবর ২০২০
জামিন পেলেন রিয়া চক্রবর্তী

জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার (৭ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেন বোম্বে উচ্চ আদালত। তবে এই অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীর জামিন আবেদন খারিজ করা হয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিনের জন্য পাসপোর্ট ও ১ লাখ রুপি বন্ড দিতে হয়েছে রিয়াকে। এছাড়া মুম্বাইয়ের বাইরে যেতে হলে অনুমতি নিতে হবে তাকে।

মাদক ব্যবহার ও সংগ্রহের অপরাধে গত ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জামিন না দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর আবারো তার জামিন আবেদন খারিজ করে মুম্বাইয়ের একটি আদালত। এরপর বোম্বে উচ্চ আদালতে জামিন আবদেন করেন রিয়া। ২৯ সেপ্টেম্বর ফের জামিন আবেদন করা হয়।

আরো পড়ুন:

রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেন, ‘বোম্বে উচ্চ আদালত রিয়া চক্রবর্তীকে জামিন দিয়েছেন এজন্য আমরা ভীষণ খুশি।’

 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়