ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

আমির কন্যার বিকল্প পেশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:১১, ৮ অক্টোবর ২০২০
আমির কন্যার বিকল্প পেশা

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। তার মেয়ে ইরা। ইতোমধ্যে মঞ্চ নাটকে নির্দেশক হিসেবে নাম লেখিয়েছেন। এবার ট্যাটু আঁকাকে বিকল্প পেশা হিসেবে বেছে নিলেন আমির কন্যা।

সম্প্রতি তার ফিটনেস ট্রেইনার নূপুর শিখারেকে একটি ট্যাটু এঁকে দেন ইরা। পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পাঁচ নম্বর ইচ্ছা পূরণ হলো। আমার প্রথম ট্যাটু করলাম। আমার ওপর আস্থা রাখার জন্য নূপুর শিখারেকে এবং এটি সম্ভব করার জন্য আইরন বাজ ট্যাটুসকে ধন্যবাদ। মন্দ নয় কি বলেন? এটাকে বিকল্প পেশা হিসেবে ভাবছি।’

এর আগে অন্য এক পোস্টে নিজের নতুন দক্ষতা নিয়ে ভক্তদের আভাস দেন ইরা।

আরো পড়ুন:

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে দাম্পত্য জীবনে আমিরের দুই সন্তান— ছেলে জুনাইদ খান ও মেয়ে ইরা। রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেছেন আমির। তাদের একমাত্র সন্তান আজাদ।

মঞ্চ নাটক নির্দেশনার মাধ্যমে শোবিজে পা রাখেন ইরা। ইউরিপিডিসের ‘মিডিয়া’ নির্দেশনা দেন তিনি। এতে অভিনয় করেছেন তার ভাই জুনায়েদ খান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়