ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বিষণ্নতায় ভুগছেন আমির কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:২৪, ১১ অক্টোবর ২০২০
বিষণ্নতায় ভুগছেন আমির কন্যা

বিষণ্নতায় ভুগছেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা। 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। এতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজের বিষণ্নতা নিয়েও কথা বলেন আমির কন্যা।

ভিডিওতে ইরা বলেন, ‘চার বছর ধরে আমি বিষণ্নতায় ভুগছি। চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং মানসিকভাবে বিষণ্ন। তবে আগের চেয়ে এখন ভালো বোধ করছি। গত এক বছর ধরে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু করার চেষ্টা করছি। কিন্তু কী করব বুঝতে পারছি না। তাই আমার এই পথ চলায় আপনাদেরও সঙ্গে নিতে চাইছি। আশা করছি নিজেদের আরো ভালোভাবে জানতে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব।’

আরো পড়ুন:

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমির খানের দুই সন্তান— জুনাইদ ও ইরা খান। মঞ্চ নাটক নির্দেশনার মাধ্যমে শোবিজে পা রাখেন ইরা। ইউরিপিডিসের ‘মিডিয়া’ নির্দেশনা দেন তিনি। এতে অভিনয় করেছেন তার ভাই জুনায়েদ খান। সম্প্রতি ট্যাটু আঁকার বিষয়ে তার প্রতিভার কথা জানিয়েছেন ইরা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়