ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

যে কারণে লম্বা চুল রাখছেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১২ অক্টোবর ২০২০  
যে কারণে লম্বা চুল রাখছেন শাহরুখ

‘ডন-টু’ সিনেমায় শাহরুখ খানের এন্ট্রি দৃশ্যটি মনে আছে? লম্বা চুলে দারুণ লুকে দেখা গিয়েছিল শাহরুখকে। শাহরুখ ভক্তরা আবার সেই লুকে তাকে দেখতে পাবেন ‘পাঠান’ সিনেমায়।

পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত আনন্দের পাঠান সিনেমায় শাহরুখের বেশ কিছু লুক থাকবে। এর মধ্যে অ্যাকশন থ্রিলারের একটি অংশে তার চুল থাকবে লম্বা। এ কারণেই এ অভিনেতাকে বর্তমানে বড় চুলে দেখা যাচ্ছে।

দুবাইতে চলমান আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে উল্লাসের সময় শাহরুখের নতুন এই লুক ভক্তদের সামনে আসে।

আরো পড়ুন:

২০১৮ সালের ডিসেম্বরে শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায়। দীর্ঘদিন থেকে এই অভিনেতার নতুন সিনেমার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেধে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ফিরবেন এ অভিনেতা। এ সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়