ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রেমিকের সঙ্গে মালদ্বীপে তাপসী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ অক্টোবর ২০২০  
প্রেমিকের সঙ্গে মালদ্বীপে তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও এখন নিয়মিত অভিনয় করছেন।

দীর্ঘদিন লকডাউনে থাকার পর সম্প্রতি মালদ্বীপ ভ্রমণে গেছেন তাপসী। কয়েকদিন ধরেই সেখানকার ছবি ও ভিডিও পোস্ট করছিলেন।

সোমবার (১২ অক্টোবর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তাপসী। এতে যশরাজ মুখাতের ভাইরাল হওয়া ‘বিগিনি শুট’ গানের তালে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে। তাপসীর সঙ্গে এই ভিডিওতে তার বোন শাগুন, ইভানিয়াও আছেন। তবে ভিডিওতে সবার নজর কেড়েছেন এই অভিনেত্রীর প্রেমিক ম্যাথিয়াস বো। ভিডিওর ক্যাপশনে তাপসী লিখেছেন, ‘পান্নুরা মালদ্বীপে কী করছেন?’

আরো পড়ুন:

অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। যদিও এ বিষয়ে কোনো কথা বলেন না এই অভিনেত্রী।

তাপসীর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, ভূমি পেডনেকারসহ বেশ কয়েকজন তারকাও এই ভিডিওতে মন্তব্য করেছেন।

তাপসীর পরবর্তী সিনেমা ‘সাবাশ মিতু’। ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে সিনেমাটি তৈরি। এছাড়া রাশমি রকেট, লুপ লাপেটা সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

দেখুন: তাপসীর ভিডিও

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee) on

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়