ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

স্বস্তির খবর পেলেন তিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৬ অক্টোবর ২০২০  
স্বস্তির খবর পেলেন তিশা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চলতি মাসের শুরুর দিকে জ্বর আসে তার। এরপর স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। তারপরই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। গত ৪ অক্টোবর রাতে রিপোর্ট হাতে পান, জানতে পারেন তার করোনা পজিটিভ।

এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে ছিলেন তিশা। শারীরিকভাবে কিছুটা ভালো অনুভব করায় বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ টেস্ট করান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বস্তির এ খবরে ভীষণ আনন্দিত তিশা।

এদিকে তিশা তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন—আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় আজ আমি কোভিড-১৯ রিপোর্ট হাতে পেয়েছি। ফল নেগেটিভ এসেছে।

আরো পড়ুন:

শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিশা। করোনা আক্রান্ত হওয়ার পর সব শুটিং বাতিল করেন। করোনামুক্ত তিশা কবে শুটিংয়ে ফিরছেন তা এখনো চূড়ান্ত নয়। এ অভিনেত্রী বলেন—শুটিংয়ে ফেরার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। আরো কয়েক দিন বিশ্রাম নেব।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়