আকবরের ‘আয়না’য় জয়-আঁচল
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। আগামীকাল থেকে শুরু হবে শুটিং। এই সিনেমায় জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও আঁচল আঁখি। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।
মনতাজুর রহমান আকবর এ প্রসঙ্গে বলেন, ‘করোনার কারণে অনেকদিন কাজ করা হয়নি। আর ঘরে বসে থাকতে চাচ্ছি না। কাল থেকেই সাভারে শুরু হবে ‘আয়না’র শুটিং। এই লটের শুটিং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ঢাকা ও দেশের অন্যান্য লোকেশনে শুটিং হবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়না চরিত্রে অভিনয় করবেন আঁচল। অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।’
এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ সিনেমায় জয় ও আঁচলকে দেখা গিয়েছিল। এই জুটির এটি দ্বিতীয় সিনেমা। মনতাজুর রহমান আকবর ‘প্রেম দিওয়ানা’, ‘খলনায়ক’, ‘শান্ত কেন মাস্তান’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা।
ঢাকা/রাহাত সাইফুল