ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চিকিৎসকের নাচের ভিডিও ভাইরাল: নাচটি শিখতে চান হৃতিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ০৬:৩৮, ২০ অক্টোবর ২০২০

বলিউড অভিনেতা হৃতিক রোশান। সোমবার (১৯ অক্টোবর) আসামের এক চিকিৎসকের একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়—পিপিই পরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আনন্দ দেওয়ার জন্য তাদের সামনে নাচছেন তিনি। ভিডিওটি শেয়ার করে হৃতিক রোশান লিখেছেন—ডা. অরূপকে বলুন আমি তার নাচের স্টেপগুলো শিখতে চাই। আসামে তার মতো নাচতে চাই।

ডা. অরূপ আসামের সিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। তিনি তার রোগীদের মন ভালো করার জন্য হৃতিক অভিনীত ‘ওয়ার’ সিনেমার ‘ঘুনগুরু’ শিরোনামের গানের সঙ্গে নেচে সবাইকে অবাক করে দিয়েছেন।

আরো পড়ুন:

টুইটারে ভিডিওটি প্রথম পোস্ট করেন ডা. অরূপের সহকর্মী ডা. সৈয়দ ফাইজান আহমেদ। তিনি ক্যাপশনে লিখেছেন—আমার সহকর্মী ডা. অরূপ সেনাপতি। তিনি আসামের সিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি সার্জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আনন্দ দিতে তাদের সামনে নেচেছেন তিনি।

ভিডিওটি টুইটারে পোস্ট করার পর অসংখ্য নেটিজেনের হৃদয় জয় করেছে। এ পর্যন্ত ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ৫ লাখের বেশি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়