ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সামান্থাকে রাম চরণের স্ত্রীর বিশেষ উপহার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪৫, ২১ অক্টোবর ২০২০
সামান্থাকে রাম চরণের স্ত্রীর বিশেষ উপহার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী সামান্থা আক্কিনেনি ও রাম চরণ। তারা চলচ্চিত্রে জুটি বেঁধেও অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে রাম চরণের ভালো বন্ধু সামান্থা। শুধু তাই নয়, রাম চরণের স্ত্রী উপাসনাও সামান্থার ভালো বন্ধু। এবার প্রিয় বন্ধু সামান্থার জন্য বিশেষ উপহার পাঠালেন উপাসনা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ তথ্য জানিয়েছেন সামান্থা।

ভিডিওতে দেখা যায়—সামান্থার জন্য একটি ব্রেসলেট ও তার কুকুর হ্যাশের জন্য গলার বেল্ট পাঠিয়েছেন উপাসনা। ক্যাপশনে সামান্থা লিখেছেন—‘এটি সর্বকালের সেরা উপহার উপাসনা।’ 

আরো পড়ুন:

সামান্থা ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। খুব শিগগির অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে সামান্থার।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। তামিল ভাষার ‘৯৬’ সিনেমার রিমেক এটি। তার পরবর্তী সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। বর্তমানে এই সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়