ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্যানসারকে পরাজিত করলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৪১, ২১ অক্টোবর ২০২০
ক্যানসারকে পরাজিত করলেন সঞ্জয়

ক্যানসারকে পরাজিত করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। বুধবার (২১ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তথ্য জানিয়েছন তিনি।

এক টুইটে সঞ্জয় দত্ত লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার ও পরিবারের সদস্যদের জন্য অনেক কঠিন সময় ছিল। কিন্তু কথায় আছে, সবচেয়ে শক্তিশালী সৈন্যকেই সৃষ্টিকর্তা সবচেয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন করেন। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুবই খুশি কারণ এই লড়াইয়ে জয়ী হয়েছি এবং তাদের সবচেয়ে সেরা উপহার দিতে পেরেছি— সুস্বাস্থ্য ও পরিবারের কল্যাণ।’

পরিবারের সদস্য ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব হতো না। এছাড়া পরিবারের সদস্য, সকল ভক্ত, যারা আমার পাশে থেকে শক্তি জুগিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। আমাকে যে ভালোবাসা, দয়া ও অসংখ্য আশীর্বাদ দিয়েছেন সেজন্য ধন্যবাদ।’

আরো পড়ুন:

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আমি বিশেষভাবে ডা. শেয়াওন্তি ও তার টিম, নার্স এবং কোকিলাবেন হাসপাতালের স্টাফদের প্রতি কৃতজ্ঞ। গত কয়েক সপ্তাহে তারা আমার অনেক যত্ন নিয়েছেন। সৌভাগ্যবান ও কৃতজ্ঞ।’

এর আগে গত আগস্টে সঞ্জয় দত্তের ক্যানসার ধরা পড়ে। তিনি ফুসফুসের ক্যানসারে তৃতীয় ধাপে ছিলেন। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সিনেমার শুটিং থেকে বিরতিও নিয়েছিলেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়