ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কারণ না জানিয়েই ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১ নভেম্বর ২০২০   আপডেট: ০০:৫৭, ২ নভেম্বর ২০২০
কারণ না জানিয়েই ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দেন শাহরুখ

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন এই সাবেক মিস ওয়ার্ল্ড।

ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। এরপরই রুপালি জগতে পা রাখেন। কিন্তু অভিনয় জগতে তার শুরুটা খুব বেশি ঐশ্বর্যমণ্ডিত ছিল না। এমনকি তার রুপালি জগতে পথচলা শুরু তামিল ভাষার ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে। বলিউডে তার অভিষেক হয় ববি দেওলের বিপরীতে ‘আওর পেয়ার হো গ্যায়া’ সিনেমার মধ্য দিয়ে। সেটিও বক্স অফিসে সাড়া ফেলেনি। তাই ইন্ডাস্ট্রিতে মুদ্রার উল্টো পিঠও দেখেছিলেন তিনি।

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ‘দেবদাস’, ‘মহব্বতে’, ‘জোস’র মতো সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। এছাড়া দু’জনই তাদের একাধিক সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন। তাদের রসায়নও অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু ‘বীর জারা’সহ প্রায় পাঁচটি সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি এর উত্তর কীভাবে দিব? হ্যাঁ, আমাদের কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাগুলো করা হয়নি। এ বিষয়ে কোনো কারণও জানানো হয়নি। কেন বাদ দেওয়া হয়েছিল আমি এখনো এর উত্তর পাইনি।’

এদিকে এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছিলেন। এই অভিনেতা মনে করেন, এটি তার উচিত হয়নি। কিন্তু ঐশ্বরিয়া জানান, এ বিষয়ে তিনি কোনো উত্তর দিতে চান না। আর সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটাও তার ছিল না।

বেশ কয়েকটি বড় সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া। এই অভিনেত্রী বলেন, ‘দেখুন, যখন আমি কোনো উত্তর পাবেন না, নিজেকে অবশ্যই সরিয়ে নেবেন। আপনি বিভ্রান্ত হবেন এবং কষ্ট পাবেন। পাশাপাশি এটি আপনাকে অবাক করবে।’

এ বিষয়ে শাহরুখকে কখনো প্রশ্ন করেছিলেন কিনা প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘এটা আমার স্বভাব না। যদি কেউ আমাকে কারণ জানাতে চায়, অবশ্যই জানাবে। আর জানাতে না চাইলে কখনোই জানাবে না। তাই কাউকে কি এবং কেন প্রশ্ন করা আমার স্বভাব নয়। যদিও আমার মনে প্রশ্ন জাগে কিন্তু কখনোই কারো কাছে গিয়ে জিজ্ঞেস করি না। সৃষ্টিকর্তার কৃপায়, নিজের যোগ্যতার প্রমাণ দিতে আমাকে অন্যের ওপর নির্ভরশীল হতে হয় না।’

পরবর্তী সময়ে অপর এক সাক্ষাৎকারে এ বিষয়ে শাহরুখ বলেন, ‘কাউকে নিয়ে নতুন একটি সিনেমা শুরুর পর তাকে পরিবর্তন করা কোনো দোষের নয়। যদি তার কোনো দোষ না থাকে অবশ্যই বিষয়টি মেনে নেওয়া কষ্টের। খুবই দুঃখজনক যে ঐশ্বরিয়া আমার বন্ধু। ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি ভুল করেছি। কিন্তু প্রযোজকের দিক বিবেচনা করলে সিদ্ধান্তটি সঠিক ছিল। আমি ঐশ্বরিয়ার কাছে ক্ষমাও চেয়েছি।’

২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় সর্বশেষ শাহরুখ ও ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেছে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে, অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। এতে ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক হিসেবে দেখা যায় এই অভিনেতাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়