ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গৌতমের ‘মিসেস’ হয়ে যা বললেন কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৩১, ১ নভেম্বর ২০২০
গৌতমের ‘মিসেস’ হয়ে যা বললেন কাজল

অভিনেত্রী কাজল আগরওয়াল। দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

এদিকে গৌতমের ‘মিসেস’ হওয়ার অজ্ঞিতার কথা ভক্তদের জানিয়েছেন কাজল। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে গৌতমের সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে বিয়ের নানা বিষয় জানিয়েছেন কাজল।

প্রথম পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘মিস থেকে মিসেস! আমার আত্মবিশ্বাসী, সঙ্গী, সেরা ও আদর্শ বন্ধুকে বিয়ে করেছি। এগুলো সবকিছু ও আমার বাড়ি তোমার মাঝে পেয়েছি, সুতরাং খুবই খুশি।’

আরো পড়ুন:

করোনা মহামারির কারণে ছোট পরিসরে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কাজল। অপর এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটি বিয়ের পরিকল্পনায় অনেক বিষয় থাকে। করোনা মহামারির কারণে বিষয়টি আরো চ্যালেঞ্জিং ছিল। যাহোক, করোনা মহামারির সকল নিয়ম মানা হয়েছে। এর কারণে ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়। অতিথিদের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া বিয়েতে আগত সকল অতিথির জন্য বায়ো বাবল তৈরি করা হয়। যারা সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা ভার্চুয়ালি ছিলেন তাদের অনেক মনে পড়েছে, আশা করছি, খুব শিগগির দেখা হবে।’

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য তাজ প্যালেস হোটেলে কাজল ও গৌতমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা। তার প্রতিষ্ঠানের নাম ‘ডিসসার্ন লিভিং’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়