ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কাজলকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গৌতম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৪ নভেম্বর ২০২০  
কাজলকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গৌতম

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তার বর ব্যবসায়ী গৌতম কিচলু।

বন্ধুর মাধ্যমে কাজল ও গৌতমের পরিচয়। এরপর তাদের মন দেওয়া নেওয়া। প্রায় আট বছর গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কাজল। কিন্তু বিষয়টি তারা গোপনই রেখেছিলেন। গত মাসের শুরুতে হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী।

গৌতম কীভাবে কাজলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তা নিয়ে এখনো ভক্তদের কৌতূহল রয়েই গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন কাজল। তিনি বলেন, ‘বিয়ের প্রস্তাব খুবই সাধারণ ছিল। চলতি বছর জানুয়ারিতে আমরা এ বিষয় আলোচনা করি। মে মাসে গৌতম আমার মা-বাবার সঙ্গে কথা বলে এবং জুনে আমরা বাগদান সম্পন্ন করি।’

আরো পড়ুন:

তবে গৌতমকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বাধ্য করেন কাজল। এই অভিনেত্রী বলেন, ‘এটি একটি মজার মুহূর্ত ছিল। মা-বাবার সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনার পর আমাকে হাঁটু গেড়ে প্রস্তাব দিতে বাধ্য করি। তাকে বলেছিলাম, হাঁটু গেড়ে প্রস্তাব না দিলে আমি বিয়ে করব না। তারপর সে আমাকে এভাবে বিয়ের প্রস্তাব দেয়।’

গত ৩০ অক্টোবর দ্য তাজ প্যালেস হোটেলে কাজল ও গৌতমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আয়োজন হয়। শুধুমাত্র এই জুটির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে হাজির হয়েছিলেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়