ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অশ্লীল ভিডিও ধারণ, পুনমের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:২৬, ৪ নভেম্বর ২০২০
অশ্লীল ভিডিও ধারণ, পুনমের বিরুদ্ধে মামলা

বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পর্যটন নগরী গোয়ার কঙ্কনা থানায় মামলাটি দায়ের করেছে দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টি। পুনমের বিরুদ্ধে অভিযোগ, গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করেছেন তিনি।

দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজ কুমার সিং এ প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্তে করছে। তদন্তের পর আরো কিছু ধারা যুক্ত করা হবে। তদন্তের প্রয়োজনে পুনম পাণ্ডেকে গোয়ায় তলব করা হবে।’

আরো পড়ুন:

কিছুদিন আগেই শ্যাম বোম্বেকে বিয়ে করেছেন পুনম। এরপর মধুচন্দ্রিমায় গোয়া গিয়েছিলেন। সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। পুনমের অভিযোগ, ব্যক্তিগত একটি বিষয়ে ঝগড়া হলে স্যাম তাকে মারধর করেছেন, গালিগালাজ করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪, ৩৫৪ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের হয়। এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেপ্তারও করে পুলিশ। যদিও পরবর্তী সময়ে ছাড়া পান তিনি। এবার নিজেই আইনি জটিলতায় পুনম।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়