ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অশ্লীল ভিডিও ধারণ: গ্রেপ্তার পুনম পাণ্ডে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ০০:৪৩, ৬ নভেম্বর ২০২০
অশ্লীল ভিডিও ধারণ: গ্রেপ্তার পুনম পাণ্ডে

বলিউড মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে ভারতের পর্যটন নগরী গোয়ার কঙ্কনা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে।

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও টিজার প্রকাশ করেন পুনম। পরবর্তী সময়ে তা ভাইরাল হয়। এরপর এটি নিয়ে অনেকেই আপত্তি করেন। অভিযোগে ওঠে, সরকারি সম্পত্তি গোয়ার চাপোলি ধামে অশ্লীল ভিডিও ধারণ করেছেন পুনম।

এরপর কঙ্কনা থানায় গোয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টির পক্ষ থেকে  মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:

পিপিংমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার একটি রিসোর্ট থেকে পুনমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সেপ্টেম্বরে প্রেমিক শ্যাম বোম্বেকে বিয়ে করেন পুনম। বিয়ের পর গতকাল প্রথম করওয়া চৌথ পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও প্রকাশ করে বেশি আলোচনায় থাকেন পুনম। ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। পাশাপাশি ‘ট্রিপ টু ভানগড়’, ‘আ গায়া হিরো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়