ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নাম পাল্টালেন কাজল!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:১৯, ৭ নভেম্বর ২০২০
নাম পাল্টালেন কাজল!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। বলিউডের সিনেমাতেও অভিনয় করেন তিনি।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন কাজল। এরপর করওয়া চৌথ পালন শেষে এখন হানিমুনের পথে এই নবদম্পতি।

এদিকে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হানিমুনে যাওয়ার প্রস্তুতির খবর দিয়েছেন কাজল। পাশাপাশি ছবিও পোস্ট করেছেন। এতে নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন তিনি। ছবিতে এই অভিনেত্রীর পাসপোর্টের কভার ও ব্যাগে নাম লেখা রয়েছে কাজল কিচলু। এরপর থেকেই তার নাম পরিবর্তনের বিষয়টি জানতে পারেন ভক্তরা।

আরো পড়ুন:

নাম পরিবর্তন প্রসঙ্গে কাজল বলেন, ‘এটি চমৎকার একটি ব্যাপার। তবে এখনো এটির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। মিসেস কিচলু নামে নিজেকে অভ্যস্ত করার চেষ্টায় আছি। যদিও এটি শুনতে আমার ভালোই লাগছে। আমার জীবনের নতুন একটি অধ্যায়, এর সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি।’

এদিকে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন কাজল। তবে বিবাহিত অভিনেত্রীদের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়