ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রস্তুত হচ্ছেন তাপসী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৭, ১০ নভেম্বর ২০২০
প্রস্তুত হচ্ছেন তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউডেই বেশি দেখা যাচ্ছে তাকে। এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘রাশমি রকেট’। এর জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

‘রাশমি রকেট’ সিনেমাটিতে রাশমি নামের একজন গুজরাটি দৌড়বিদের চরিত্রে অভিনয় করছেন তাপসী। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমায় তার চরিত্রের জন্য ফিটনেস খুবই জরুরি। করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর এখন বাড়তি পরিশ্রম করছেন তাপসী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তাপসী। এতে তাকে যোগাসন করতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লেখেছেন, ‘তীর ও ধনুক’। পাশাপাশি জানিয়েছেন, ‘রাশমি রকেট’ সিনেমার জন্যই তার এই প্রস্তুতি। এর আগে দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

আরো পড়ুন:

‘রাশমি রকেট’ পরিচালনা করছেন আকর্ষ খুরানা। এতে প্রিয়াংশু পেনুলিকে তাপসীর স্বামীর ভূমিকায় দেখা যাবে। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

‘রাশমি রকেট’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘জন মন গণ’ ও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়