ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

প্রভাস-পূজার সিনেমায় ৩০ কোটি রুপির সেট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১২ নভেম্বর ২০২০  
প্রভাস-পূজার সিনেমায় ৩০ কোটি রুপির সেট

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এই সিনেমার জন্য ৩০ কোটি রুপির সেট তৈরি করছেন নির্মাতারা।

সম্প্রতি ইতালিতে শুটিং শেষে ভারতে ফিরেছে ‘রাধে শ্যাম’ সিনেমার টিম। খুব শিগগির হায়দরাবাদের একটি স্টুডিওতে সিনেমার শেষ শিডিউলের শুটিং শুরু হবে। এজন্যই ব্যয়বহুল সেটটি তৈরি করা হয়েছে।

জানা গেছে, শেষ শিডিউলে ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হবে। এতে প্রভাস অংশ নিবেন। এতে কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। এটির দায়িত্বে থাকবেন হলিউডের অ্যাকশন কোরিওগ্রাফার নিক পাওয়েল। এর আগে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’ এবং কঙ্গনা রাণৌতের ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার স্টান্ট কোরিওগ্রাফি করেছেন তিনি।

আরো পড়ুন:

১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য তৈরি। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এতে এই অভিনেত্রীর চরিত্রের নাম প্রেরণা। অন্যদিকে বিক্রম আদিত্য রূপে প্রভাসকে দেখা যাবে। গত ২৩ অক্টোবর এই অভিনেতার জন্মদিনে সিনেমার মোশন পোস্টার প্রকাশ করা হয়। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়