বরিশাল দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জায়েদ খান
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে 'ফরচুন বরিশাল’ দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পাশাপাশি ‘ফরচুন বরিশাল’র থিম সং-এ ভয়েস দিয়েছেন জায়েদ খান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে ‘ফরচুন বরিশাল’ দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জায়েদ খানের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়।
এর আগে সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে সংগীতশিল্পী প্রতীক হাসানের সঙ্গে ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানের শুরুতে সংলাপ বলেন জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘আমার এক বড়ভাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল কিনেছে। এই দলের থিম সং-এ আমি সংলাপ দিয়েছি। কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান। গানটি চমৎকার হয়েছে। আশা রাখছি গানটি সবার পছন্দ হবে।’
জায়েদ খান ২০০৮ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এর পরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ