ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘টাইগার’ হয়ে শাহরুখের সিনেমায় সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:১১, ১৬ নভেম্বর ২০২০
‘টাইগার’ হয়ে শাহরুখের সিনেমায় সালমান

বলিউডের দুই সুপারস্টার সালমান ও শাহরুখ খান। মাঝে তাদের মধ্যে মনোমালিন্য থাকলেও এখন তারা বেশ ভালো বন্ধু।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর ফিরছেন শাহরুখ। এই সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান। জানা গেছে, এতে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির টাইগার চরিত্রে দেখা যাবে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে।

বলিউড হাঙ্গামা ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে সালমানের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ‘পাঠান’ সিনেমার জন্য বারো দিন শুটিং করবেন এই অভিনেতা। এরপর ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন।

আরো পড়ুন:

‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’ দুটি সিনেমাই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

চলতি মাসের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হবে। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘ওয়ার’। শাহরুখ-সালমান ছাড়াও ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

‘করণ অর্জুন’, ‘হাম তোমহারে হ্যায় সানাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান-শাহরুখ। এছাড়া ২০১৭ সালে সালমান অভিনীত ‘টিউবলাইট’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন শাহরুখ। এরপর ২০১৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের ‘জিরো’ সিনেমার গানে দেখা যায় সালমানকে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়