ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

একসঙ্গে ছুটি কাটাচ্ছেন অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ নভেম্বর ২০২০  
একসঙ্গে ছুটি কাটাচ্ছেন অর্জুন-মালাইকা

বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। অনেকদিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন উড়ছে।

করোনা মহামারির কারণে ভারতে লকডাউন থাকায় দীর্ঘদিন নিজ নিজ বাড়িতে ঘরবন্দি ছিলেন অর্জুন-মালাইকা। মাঝে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তারা। শোনা যাচ্ছে, এখন একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই জুটি।

দীপাবলি উপলক্ষে ভারতের ধর্মশালার ম্যাকলিয়ড়গঞ্জে ছুটি কাটাচ্ছেন মালাইকা আরোরা। তার সঙ্গে আছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতি।

আরো পড়ুন:

এদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সাইফ। এতে দেখা যায়, ছেলে তৈমুরকে কাঁধে নিয়ে হাঁটছেন তিনি। অপর এক ছবিতে কারিনার সঙ্গে তাকে দেখা যায়। পোস্টে ফটোগ্রাফার হিসেবে অর্জুনের নাম জানিয়েছেন সাইফ। এরপর থেকেই অর্জুন-মালাইকার একসঙ্গে ছুটি কাটানোর বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই তার ছুটি কাটানোর বিভিন্ন মুহূের্তের ছবি পোস্ট করছেন মালাইকা। মঙ্গলবার কারিনা ও তৈমুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়