ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাকিব ইস্যুতে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৩৩, ২০ নভেম্বর ২০২০
সাকিব ইস্যুতে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আলোচনার মধ্যেই আছেন সাকিব আল হাসান। প্রথমে কোয়ারেন্টাইন না মেনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। এরপর কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন। এই ঘটনার পর হত্যার হুমকিও পান সাকিব। সিলেটের এক যুবক তাকে ফেসবুক লাইভে রামদা উঁচিয়ে হত্যার হুমকি দেন। অবশ্য পরে তিনি গ্রেফতার হন। আর সাকিব কালীপূজায় অংশ নেওয়ার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন।

এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে দ্বিমুখী সমালোচনার মুখে পড়েন সাকিব। তসলিমা নাসরিনসহ কলকাতা থেকে অনেকে বিষয়টির সমালোচনা করেন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বলতে গেলে সাকিবের কড়া সমালোচনা করেছেন তিনি।

তিনি বৃহস্পতিবার এক টুইট বার্তায় কঙ্গনা লিখেন, ‘মন্দিরে এতো ভয় কিসের? ভয় পাওয়ার কোনো কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনি-ই তো আর কেউ এতোটা ঘাবড়ে যায় না! আমি তো সারাজীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই? প্রশ্ন করো নিজেকে?’

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়