ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পা শেঠির রাজকীয় রেস্তোরাঁ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:৩৭, ৭ ডিসেম্বর ২০২০
শিল্পা শেঠির রাজকীয় রেস্তোরাঁ

নিজের রেস্তোরাঁয় শিল্পা শেঠি

শিল্পা শেঠি শুধু অভিনেত্রী নন, তাকে দেখা গিয়েছে রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও। আবার শরীরের মেদ ঝরানোর কৌশল নিয়েও কলম ধরেছেন তিনি। তার আরেকটি পরিচয় তিনি ব্যবসায়ী। মুম্বাইয়ের বাস্তিয়ান চেনে তার একাধিক রেস্তোরাঁ রয়েছে। এবার মুম্বাইয়ের ওরলিতে রেস্তোরাঁটির আরেকটি শাখা খুললেন তিনি।

নতুন এ রেস্তোরাঁরা খাবারের স্বাদ যাচাই করেছেন শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রা। কয়েকদিন আগে তাদের সফরসঙ্গী হয়েছিলেন বলিউডের আরেক বিখ্যাত জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। তারই কিছু ছবি শিল্পা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতেই দেখা যায়, শিল্পার রেস্তোরাঁর রাজকীয় সাজসজ্জার ঝলক। অন্যদিকে শিল্পাও কালো আউট টপ ও লেদার প্যান্টে নজর কেড়েছেন।

শিল্পা-রাজের সঙ্গে নতুন রেস্তোরাঁয় সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত জেনেলিয়াও। ইনস্টাগ্রামে সকলের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘এমন সুন্দর সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শিল্পা এবং রাজ। রেস্তোরাঁর খাবারের স্বাদ অবিশ্বাস্য।’

২০১৯ সালে বাস্তিয়ানের রেস্তোরাঁরা ৫০ শতাংশ মালিকানা কিনেন শিল্পা। শুধু রেস্তোরাঁই নয়, অনেক ব্যবসাই রয়েছে তার। এ অভিনেত্রী নিজে একটি ফিটনেস অ্যাপ চালান, ‘মামা আর্থ’ নামে একটি স্কিন কেয়ার ব্র্যান্ডেও বিনিয়োগ করেছেন।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়