ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শাহরুখ আমাকে সাহায্য করেছিলেন: জনি লিভার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:২০, ৭ ডিসেম্বর ২০২০
শাহরুখ আমাকে সাহায্য করেছিলেন: জনি লিভার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান জনি লিভার। পর্দায় তার কমেডি দেখে কোটি ভক্তের মুখে হাসি ফোটে।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, অনেক সময় মনের মধ্যে সমস্যা নিয়েও কমেডি দৃশ্য করতে হয়েছে তাকে। তেমন এক মুহূর্তে তার সাহায্যে এগিয়ে এসেছিলেন শাহরুখ খান।

জনি লিভার বলেন, ‘সেই সময় ব্যক্তিগত কিছু ঝামেলায় ছিলাম। কিন্তু সিনেমার শুটিংয়ে আমাকে কমেডি দৃশ্য করতে হয়েছে। একবার আমার বাবার অপারেশন করাতে হবে বলে চিন্তায় ছিলাম। কিন্তু তারপরও আমাকে কমেডি দৃশ্যের শুটিং করতে হয়েছিল। কাজের মধ্যে ব্যক্তিগত বিষয় আসুক তা চাইনি। তাই সেই সময় কাউকেই আমার ব্যক্তিগত সমস্যার কথা জানাইনি। কিন্তু শাহরুখ খান কীভাবে যেন বিষয়টি জানতে পেরেছিলেন। আমি সেটে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় শাহরুখ আমার সঙ্গে দেখা করেন। বিষয়টি লুকানোর চেষ্টা করছিলাম। কিন্তু শাহরুখ আমাকে সাহায্য করেছিলেন। তিনি জানান, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি যেন তাকে বলি। এটা বাদশা সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা।’

আরো পড়ুন:

শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘ইয়েস বস’, ‘কাভি খুশি কাভি গম’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন জনি লিভার। রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে।

এর আগে এই কমেডিয়ানের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘তিনি অনেক চমৎকার মানুষ। খুব কম মানুষই জানেন তিনি বাস্তবে কতটা সিরিয়াস। তাকে বাইরে থেকে দেখে এটা বোঝা যাবে না। শুধু একটি বিষয় জানি, যখনই কেউ সমস্যায় পড়েন জনি লিভার তার পাশে থাকেন। সবার আগে সাহায্যের জন্য তিনি ছুটে যান।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়