ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ত্রিবেণীতে বুধবার গাইবেন মেহেরপুরের সুমনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:০৫, ৯ ডিসেম্বর ২০২০
ত্রিবেণীতে বুধবার গাইবেন মেহেরপুরের সুমনা

আজ ত্রবেণীতে গাইবেন মেহেরপুরের সুমনা

‘গান থেকে দূরে সরে প্রাণ খুঁজে পাই না। গান ছাড়া যেন প্রাণ অস্তিত্বহীন। শিল্পীদের জন্য গর্জিয়াস একটি শো এই ত্রিবেণী। এখানে এলে গান গাওয়ার সাধ না জেগে পারে না,’ রাইজিংবিডি’র ত্রিবেণী শো নিয়ে এভাবেই বলছিলেন মেহেরপুরের শিল্পী সুমনা রহমান। ছোটবেলা থেকেই গান তার সঙ্গী। আধুনিক গান তার পছন্দের শীর্ষে। গাইছেন ফোক এবং রবীন্দ্রসংগীতও। ২০০৮ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আধুনিক গানে অর্জন করেছেন প্রথম মান।

বুধবার (৯ ডিসেম্বর) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ২৯তম পর্ব। প্রতিভাবান এই শিল্পী উপস্থিত থাকবেন রাইজিংবিডির নিয়মিত আয়োজনে। গানে গানে মাতিয়ে তুলবেন দর্শকদের।

রাইজিংবিডিতে প্রতি বুধবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

আরো পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা ফেসবুক প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত লাইভ শো’র আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে বিশেষ ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ‘ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে উচ্চমানের একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী শো’ যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে। সব ধরনের গানের শিল্পীদেরই সুযোগ দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন [email protected] এই ই-মেইলে অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Risingbd.Tribeni/)| সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে (https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/ এই লিঙ্ক থেকে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়