ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০২০
ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন টাইগার শ্রফ

অভিনেতা টাইগার শ্রফ। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের একজন তিনি। বিশ্বে তার লাখ লাখ ভক্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন টাইগার শ্রফ। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে এক ভক্ত লেখেন, ‘আমাকে বিয়ে করো। যুক্তরাজ্যে চলে আসো।’

ভক্তের এই প্রস্তাবের উত্তরে টাইগার শ্রফ লিখেছেন, ‘হয়তো কিছু বছর পর, যখন আপনাকে সহযোগিতা করতে পারব। সেই সময় পর্যন্ত অনেক কিছু শিখতে ও অর্জন করতে হবে।’

আরো পড়ুন:

এছাড়া মিশর থেকে অপর এক ভক্ত এই অভিনেতার প্রতি তার ভালো লাগার কথা জানিয়ে লেখেন, ‘আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি একদিন আপনার দেশে যাব। অনেক অনেক ভালোবাসা।’

এদিকে দীর্ঘদিন থেকেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেমের গুঞ্জন উড়ছে। গত বছর এক প্রশ্ন-উত্তর পর্বে এক ভক্তের প্রশ্নের উত্তরে টাইগার বলেন, ‘দিশা অনেক অনুগত, স্বাধীনচেতা, পরিশ্রমী, সৎ এবং চমৎকার মনের মানুষ। আমার ধারণা, যখন তার বিয়ে হবে সে একজন চমৎকার স্ত্রী হবে।’

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে টাইগার। খুব শিগগির ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং শুরু করবেন। এছাড়া ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়