ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

অন্যদের চেয়ে এগিয়ে মহেশ-কীর্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:৩৬, ১৫ ডিসেম্বর ২০২০
অন্যদের চেয়ে এগিয়ে মহেশ-কীর্তি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মহেশ বাবু ও কীর্তি সুরেশ। চলতি বছর মাইক্রোব্লগিং সাইট টুইটারে সবেচেয়ে আলোচনায় ছিলেন তারা।

সোমবার (১৪ ডিসেম্বর) ‘মোস্ট টুইটেড সাউথ সুপারস্টারস’-এর তালিকা প্রকাশ করেছে টুইটার ইন্ডিয়া। এতে অভিনেতাদের তালিকায় শীর্ষে আছেন মহেশ বাবু। এই তালিকায় পবন কল্যাণ, বিজয়, জুনিয়র এনটিআর, সুরিয়া, আল্লু অর্জুন, রাম চরণ, ধানুশ, মোহনলাল, চিরঞ্জীবীর মতো তারকাকে পেছনে ফেলেছেন ‘প্রিন্স অব টলিউড’খ্যাত এই অভিনেতা।

অন্যদিকে, অভিনেত্রীদের মধ্যে এগিয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কীর্তি সুরেশ। তিনি ছাড়াও তালিকায় আছেন, কাজল আগরওয়াল, সামান্থা আক্কিনেনি, রাশমিকা মান্দানা, পুজা হেগড়ে, তাপসী পান্নু, তামান্না ভাটিয়া, রাকুল প্রীত সিং, শ্রুতি হাসান, তৃষা কৃষ্ণা।

আরো পড়ুন:

চলতি বছর মহেশ বাবুর ‘সারিলেরু নীকেবারু’ সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলে এটি।  অপর দিকে, কীর্তি সুরেশ অভিনীত ‘পেঙ্গুইন’ ও ‘মিস ইন্ডিয়া’ সিনেমা দুটি এই বছর মুক্তি পায়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়