ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

২০২১ সালের মুক্তি প্রতীক্ষিত আলোচিত বলিউড সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৬:৫০, ১৭ ডিসেম্বর ২০২০
২০২১ সালের মুক্তি প্রতীক্ষিত আলোচিত বলিউড সিনেমা

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন বলিউড অভিনয়শিল্পীরা। শুটিং বন্ধ থাকায় চলতি বছরের বেশির সিনেমা মুক্তি পায়নি। কিছু কিছু সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছেন নির্মাতারা।

তবে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় আবারো সিনেমার শুটিং শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নিচ্ছেন তারকারা। এছাড়া নিয়ম মেনে খুলে দেওয়া হয়েছে প্রেক্ষাগৃহ। তাই ২০২১ সালে আবারো দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পাবেন বলে আশাবাদী নির্মাতারা।

২০২১ সালে মুক্তি প্রতীক্ষিত আলোচিত কিছু সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

আরো পড়ুন:

আতরাঙ্গি রে: আলোচিত সিনেমাগুলোর মধ্যে নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘আতরাঙ্গি রে’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলী খান। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।

বেল বটম: অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি শুরু থেকেই আলোচনায়। এতে তার সঙ্গে আছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। সিনেমাটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ২ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

রাধে— ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই: সালমান খান অভিনীত এই সিনেমা চলতি বছর ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে শুটিং শেষ না হওয়া ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ২০২১ সালের ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

হিরোপান্তি টু: টাইগার শ্রফ অভিনীত এই সিনেমা মুক্তি পাবে ১৬ জুলাই। এতে তার বিপরীতে আছেন তারা সুতারিয়া। আহমেদ খান পরিচালিত এই সিনেমা ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েল।

ময়দান: ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে ‘ময়দান’ সিনেমাটি নির্মাণ হচ্ছে। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন তিনি। সিনেমাটির গল্পে সেই গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে। এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

পাঠান: প্রায় দুই বছর বিরতির পর আবারো শুটিং সেটে ফিরেছেন বলিউডের কিং খান শাহরুখ। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী বছর দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।

রক্ষা বন্ধন: অক্ষয় কুমার অভিনীত আরেক সিনেমা ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমা ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

লাল সিং চাড্ডা: আমির খানের সিনেমা মানেই বিশেষ চমক। আগামী বছর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এই সিনেমার জন্য দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়