ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কঙ্গনার দেহরক্ষীর পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৯, ১৬ ডিসেম্বর ২০২০
কঙ্গনার দেহরক্ষীর পারিশ্রমিক কত?

তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রিয় তারকাকে দেখলেই ভিড় জমান তারা। আবার অতি উৎসাহী ভক্তরা নিয়ম ভেঙে কাছে গিয়ে সেলফির জন্য আবদার করেন।

ভক্তদের এমন আচরণে অনেক সময় বেকায়দায় পড়তে হয় তারকাদের। বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে তাই দেহরক্ষী সঙ্গে নিতে হয় তাদের।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের দেহরক্ষীর নাম কুমার। দীর্ঘদিন ধরেই এই অভিনেত্রীর সঙ্গে আছেন তিনি। তাকে পরিবারের সদস্যই মনে করেন কঙ্গনা। এমনকি ‘তানু ওয়েডস মানু’ সিনেমাখ্যাত অভিনেত্রীর পারিবারিক অনুষ্ঠানেও হাজির হন কুমার।

আরো পড়ুন:

দেহরক্ষীকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দেন কঙ্গনা। জানা গেছে, এই অভিনেত্রী বেতন বাবদ কুমারকে প্রতি বছর ৯০-৯৫ লাখ রুপি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কঙ্গনা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।

কাজের দিক থেকে বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কঙ্গনা রাণৌত। প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত ‘থালাইভি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘তেজাস’ ও ‘ধাকড়’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়