ভক্তদের মন কেড়েছে রাম চরণ-প্রভাসের ছবি
এ ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে
‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। দেশ-বিদেশ তার অসংখ্য ভক্ত রয়েছে। অন্যদিকে ‘মাগাধীরা’ সিনেমা খ্যাত অভিনেতা রাম চরণ। তার ভক্তকূলও কম নয়। এই দুই তারকা অভিনেতাকে কখনো একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে তাদের একসঙ্গে তোলা একটি ছবি ভক্তদের মন কেড়েছে। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
সাধারণত কাজ নিয়েই সারা বছর ব্যস্ত সময় পার করেন প্রভাস-রাম চরণ। গত ১৭ ডিসেম্বর দক্ষিণী সিনেমার প্রযোজক দিল রাজুর ৫০তম জন্মদিন ছিল। এ উপলক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিমন্ত্রণ করেছিলেন তিনি। দিল রাজুকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন প্রভাস-রাম চরণও। এ সময় একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। যা প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
এ ছবিতে দেখা যায়—প্রভাস ধূসর রঙের কুর্তা পরেছেন। অন্যদিকে সাদা রঙের টি-শার্টের উপরে রাম চরণ পরেছেন ডেনিমের শার্ট। দুজনের মুখেই ছিল মাস্ক।
এ অনুষ্ঠানে আরো হাজির হয়েছিলেন—চিরঞ্জীবি, মহেশ বাবু, পবন কল্যাণ, কেজিএফ তারকা যশ, সামান্থা, পূজা হেগড়ে, রাশি খান্না, অর্জুন রেড্ডি, বরুণ তেজা প্রমুখ।
কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করে ইতালি থেকে ভারতে ফিরেছেন প্রভাস। বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে এ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের সময়ে ‘আদিপুরুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন প্রভাস। আগামী বছরের শুরুতে ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করবেন এই অভিনেতা।
অন্যদিকে রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় দুই যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন—জুনিয়র এনটিআর ও রাম চরণ। এস এস রাজামৌলি পরিচালিত এ সিনেমা তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে।
ঢাকা/শান্ত