ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অভিনেতা সুশান্তের বাবা হাসপাতালে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:০৭, ২০ ডিসেম্বর ২০২০
অভিনেতা সুশান্তের বাবা হাসপাতালে

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। হৃদযন্ত্রের সমস্যায় তাকে ভারতের ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সুশান্তের বাবা। দুই পাশে হাসি মুখে তার মেয়ে— মিতু ও প্রিয়াঙ্কা সিং। বাবাকে হাসি মুখে রাখার চেষ্টা করছেন তারা।

গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ময়না তদন্তে এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। বর্তমানে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলার তদন্ত করছে। এছাড়া নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখছে।

আরো পড়ুন:

এদিকে সুশান্তের বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন এই অভিনেতার ভক্তরা।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়