ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

শাহরুখ আমিরের না, হৃতিকের হ্যাঁ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৫৫, ২৬ ডিসেম্বর ২০২০
শাহরুখ আমিরের না, হৃতিকের হ্যাঁ

তামিল ভাষার অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বিক্রম বেদা’। হিন্দি ভাষায় এই সিনেমার রিমেক নির্মাণের পরিকল্পনা চলছে।

এই সিনেমায় আমির খানের অভিনয়ের কথা থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে অভিনয় করবেন হৃতিক রোশান। এতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাকে।

হিন্দি ভাষায় সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করবেন প্রকাশ গায়ত্রী। তামিল সিনেমাটিও তিনি পরিচালনা করেছিলেন। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করবেন সাইফ আলী খান। এই অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। খুব শিগগির এর শুটিং শুরু হবে।

আরো পড়ুন:

চলতি বছরের শুরুতে ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকের ঘোষণা দেওয়া হয়। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং করা সম্ভব হয়নি। শুরুতে শাহরুখ খানকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। পরবর্তী সময়ে আমির খান এতে অভিনয়ের সম্মতি দেন। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তিনিও চরিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান।

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’য় মাধবন ও বিজয় সেথুপাতিকে দেখা গিয়েছিল। 

 

ঢাকা/মারুফ/তারা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়