ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কোথায় চললেন টাইগার-দিশা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:১৫, ২৭ ডিসেম্বর ২০২০
কোথায় চললেন টাইগার-দিশা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। অনেকদিন থেকেই এই জুটির প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও পরস্পরকে ভালো বন্ধু বলেই পরিচয় দেন তারা।

এদিকে প্রায়ই একসঙ্গে বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান টাইগার-দিশা। নতুন বছরকে স্বাগত জানাতে ভারত ছেড়েছেন তারা। তবে তারা কোথায় গেছেন তা এখনো জানা যায়নি। শনিবার (২৬ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে তাদের। এই সময় সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট পরেছিলেন দিশা। অন্যদিকে টাইগারের পরনে একই রঙের পোশাক ছিল।

কয়েকদিন আগে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন এই দুই তারকা। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিও প্রকাশ করেন তারা। তবে কোনো ছবিতেই তাদের একসঙ্গে দেখা যায়নি।

আরো পড়ুন:

টাইগার শ্রফ অভিনীত পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এছাড়া ‘গণপথ’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা। অন্যদিকে, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়