ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

আল্লু অর্জুনকে ব্রহ্মানন্দমের ‘অমূল্য’ উপহার 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৯, ১ জানুয়ারি ২০২১
আল্লু অর্জুনকে ব্রহ্মানন্দমের ‘অমূল্য’ উপহার 

তেলেগু সিনেমার কমেডিয়ান ব্রহ্মানন্দম। জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারির নায়কদের তুলনায় কোনো অংশে কম নন তিনি। নতুন বছর এই অভিনেতার কাছ থেকে ‘অমূল্য’ একটি উপহার পেলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আর এ খবর এক টুইটে নিজেই জানিয়েছেন আল্লু।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে টুইটে দুটি ছবি পোস্ট করেন আল্লু অর্জুন। তাতে দেখা যায়— দেবতা ভেঙ্কটেশ্বরের একটি ছবি ফ্রেমে বাঁধাই করা, যা হাতে আঁকা। একই ছবি দিয়ে তৈরি করা হয়েছে ক্যালেন্ডার। দেবতা ভেঙ্কটেশ্বরের ছবিটি ব্রহ্মানন্দম নিজেই এঁকেছেন। যা উপহার হিসেবে দিয়েছেন আল্লু অর্জুনকে।

ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন—‘আমাদের সবার প্রিয় ব্রহ্মানন্দম গুরুর কাছ থেকে অমূল্য এই উপহারটি পেয়েছি। কাজটি শেষ করতে ৪৫ দিন লেগেছে। পেন্সিল দিয়ে স্কেচটি এঁকেছেন তিনি।’ ছবিটি প্রকাশ্যে আসার পর থেকে ভক্ত-অনুরাগীরা ব্রহ্মানন্দমের প্রশংসা করছেন।

স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লুর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটি পরিচালনা করছেন ‘রাঙ্গাস্থালাম’খ্যাত পরিচালক সুকুমার। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা দর্শকের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি নিচ্ছেন আল্লু। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা। জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ।  

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়