ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কার্তিক-জানভিকে নিয়ে নয়া গুঞ্জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫০, ৫ জানুয়ারি ২০২১
কার্তিক-জানভিকে নিয়ে নয়া গুঞ্জন

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী জানভি কাপুর। বলিপাড়ায় তাদের নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

গত ১ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় কার্তিক আরিয়ান ও জানভিকে। যদিও এই সময় একা ছিলেন কার্তিক। অন্যদিকে, জানভির সঙ্গে ছিলেন তার বোন খুশি কাপুর। সেই সময় তারা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।

শোনা যাচ্ছে, ভারতের পর্যটন নগরী গোয়াতে ছুটি কাটাতে গেছেন কার্তিক আরিয়ান ও জানভি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবি ভাইরাল হয়েছে। এতে একটি রেস্তোরাঁর ভেতরে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা গেছে। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন, ডুবে ডুবে জল খাচ্ছেন কার্তিক-জানভি?

আরো পড়ুন:

এর আগে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নিউ ইয়ার পার্টিতে হাজির হন কার্তিক ও জানভি। ইনস্টাগ্রামে পার্টির ছবিও প্রকাশ করেন মনীশ।

বর্তমানে কার্তিক ও জানভির ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। পাশাপাশি ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ধামাকা’ সিনেমায় অভিনয় করছেন কার্তিক। অন্যদিকে, ‘রুহি আফজা’ সিনেমায় দেখা যাবে জানভিকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়